রোমাঞ্চের সময় অপেক্ষা করছে: বাটলার

রোমাঞ্চের সময় অপেক্ষা করছে: বাটলার

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে গত ২ জুন। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। বার্বাডোজের কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

ভারতের মাটিতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পুরোপুরি হতাশা করেছে ইংল্যান্ড। সে হতাশা নিয়ে বসে থাকতে চান না ইংলিশ দলপতি জস বাটলার। হতাশা ঝেড়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রোমাঞ্চকর কিছু করার অপেক্ষায় আছেন এই তারকা ব্যাটার। সাত নম্বরে থেকে সবশেষ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শেষ করে ইংল্যান্ড। গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে মাত্র তিনটাতে জয়ের হাসি হেসেছিল সাবেক চ্যাম্পিয়নরা। সে বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়েছেন বাটলার।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘ভারত বিশ্বকাপটা আমাদের জন্য হতাশাময় ছিল। সে বিশ্বকাপে আমাদের গর্বে ধাক্কা লেগেছিল। আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। তবে সময় তো আর থেমে থাকে না। আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদের সামনে এখন রোমাঞ্চের সময় অপেক্ষা করছে।’

আরও বলেন, ‘সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আমাদের দলে বেশকিছু ঘাটতি ছিল। দলের মধ্যে ভালো যোগাযোগ ছিল না। পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছিল। এটা অধিনায়ক হিসেবে আমার জন্য অনেক বড় একটা শিক্ষা। আমি দলের সবাইকে স্বাধীনতা দিতে গিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাই না।’

‘খেলোয়াড়রা স্বাধীনভাবে খেলতে চাইবে। হয়ত আপনিও তাতে বাধা দিতে চাইবেন না। তাই বলে যোগাযোগ তো আর কমিয়ে দেবেন না। যখন দরকার হবে, তখন যেন দলের সবার মধ্যে প্রয়োজনীয় যোগাযোগটা থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে।’