কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন

ছবি:সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া এসব আয়োজন করে।বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে সভায় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. হাবিবুল বাশারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।