সৌম্য-তানজিদের পর প্যাভিলিয়নে শান্ত

সৌম্য-তানজিদের পর প্যাভিলিয়নে শান্ত

সংগৃহীত

শুরুতেই নেই দুই উইকেট। ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। থুসারার হাফ ভলির মতো বলটি ড্রাইভ করতে গিয়েছিলন, কিন্তু ঠিকঠাক করতে পারলেন না। কাভারে ধরা পড়েছেন।

তৃতীয় উইকেট নেই

বেশিক্ষণ টিকলেন না শান্তও। থুশার হাফভলি ডেলিভারিতে ড্রাইভটা ঠিকমত হয়নি শান্তর। এতে কাভারে ধরা পড়েন টাইগার দলপতি।

পঞ্চম ওভারে প্রথম চার

বলটি লিটনের নিয়ন্ত্রণে ছিল না। তাতেই এসেছে প্রথম বাউন্ডারি। কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি ছাড়িয়েছে বলটি।

৫ ওভারে ২৮/২

বাউন্ডারি ছাড়া ৪ ওভার

ইনিংসের চতুর্থ ওভার শেষে ২০ রান সংগ্রহ পেলেও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি টাইগাররা। ঠিক মতো কোনো টাইমিংও হচ্ছে না। টিকে থাকাই যেন লক্ষ্য।

৩ ওভারে ২০/২।

তানজিদ বোল্ড

নুয়ান থুশারা বলটি বুঝতেই পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। তার ফুললেংথের ডেলিভারিতে ব্যাট চালিয়েছিলেন। তবে তা লাগেইনি। এতেই ভেঙেছে তার স্ট্যাম্প। এতে পরপর দুই ওভারে উইকেট হারিয়েছে বাংলাদেশ।

৩ ওভারে ১৬/২।

প্রথম ওভারেই নেই সৌম্য

লক্ষ্যটা মোটে ১২৫/ এতে কিছুটা চাপ ছাড়াই মাঠে নেমেছিল টাইগাররা। তবে দুশ্চিন্তা টাইগারদের অফফর্ম টপ-অর্ডার। ডালাসেও সেটিই দেখা মিললো। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার।

ক্যাচ তুললেন মিড অনে। এতে প্রথম ওভারেই উইকেট হারালো বাংলাদেশ।

১ ওভারে ৩/১