বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিকী ছবি

বগুড়ার কাহালুতে পিকনিক খাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র মো. ফাহাদ (১৫) মারা গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাহালু-মালঞ্চ সড়কের পার্শ্বে সিন্দুরাইল স্ট্যান্ড সংলগ্ন নব-নির্মিত একটি ভবনে পিকনিক খাওয়া শেষে এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে সিন্দুরাইল গ্রামের এরশাদুল ইসলাম (টুকু) এর ছেলে। জানা গেছে, সাউন্ড বক্সের দেওয়া বৈদ্যুতিক সংযোগের তার খুলতে গিয়ে ফাহাদ তারের সাথে আটকে যায়।

পরে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ফাহাদকে উদ্ধার করে প্রথমে কাহালু ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।