এনবিএ কিংবদন্তি জেরি ওয়েস্ট মারা গেছেন

এনবিএ কিংবদন্তি জেরি ওয়েস্ট মারা গেছেন

ছবি: সংগৃহীত

এনবিএর কিংবদন্তি খেলোয়াড় জেরি ওয়েস্ট মারা গেছেন। ৮৬ বছর বয়সে মারা গেছেন দ্য লোগো নামে পরিচিত এই খেলোয়াড়। বুধবার এলএ ক্লিপার্স তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ক্লিপার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাস্কেটবলের শ্রেষ্ঠত্বের প্রতীক এবং সবার কাছের বন্ধু জেরি ওয়েস্ট আজ সকালে ৮৬ বছর বয়সে মারা গেছেন। তার স্ত্রী ক্যারেন মৃত্যুর সময় তার পাশে ছিলেন।

ওয়েস্ট এলএ লেকার্সের হয়ে নয়বার ফাইনাল খেলেছেন। শিরোপা জিতেছেন একবার, ১৯৭২ সালে।

তার ১৪ বছরের ক্যারিয়ারের প্রতি মৌসুমেই তিনি এনবিএ অলস্টার দলে ডাক পেয়েছেন। ১৯৬০ সাল থেকে ১৯৭৪ পুরো ক্যারিয়ার এলএ লেকার্সের হয়েই খেলেছেন তিনি।

তার ক্যারিয়ার পয়েন্ট ছিল ২৫ হাজার ১৯২। অবসরের সময় উইল্ট চেম্বারলেইন ও অসকার রবার্টসনের পর তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট স্কোরার ছিলেন ওয়েস্ট।

১৯৬০ সালের রোম অলিম্পিকসে অ্যামেরিকার হয়ে বাস্কেটবলে স্বর্ণপদক জিতেছিলেন তিনি।

লেকার্সের হয়ে খেলার সময় তার একটি ছবি থেকেই তৈরি করা হয়েছে বর্তমান এনবিএর লোগো।

খেলোয়াড়ি জীবন শেষে নির্বাহী কর্মকর্তা হিসেবে লেকার্সের ম্যানেজমেন্টে যোগ দেন তিনি। তার অধীনে ১৯৮০ এর দশকে পাঁচটি শিরোপা জেতে লেকার্স।

লেকার্সের পর মেমফিস গ্রিজলিস, এলএ ক্লিপার্স ও গোল্ডেন স্টেইট ওয়ারিয়র্সের নির্বাহী হিসেবেও কাজ করেছেন ওয়েস্ট।

তার মৃত্যুতে বর্তমান সেরা তারকা ও লেকার্সের গার্ড লেব্রন জেমস এক এক্স বার্তায় লিখেছেন, আমাদের আড্ডাগুলো অনেক মিস করব বন্ধু। আপনার অসাধারণ পরিবারের জন্য আমার প্রার্থনা। জেরি আপনার প্রতি নিরন্তর ভালোবাসা। পরপারে শান্তিতে থাকুন আমার বন্ধু।