দিনাজপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

দিনাজপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

ছবিঃ সংগৃহীত।

মাদকবিরোধী অভিযানে দিনাজপুরে টিস্যু বক্সের ভেতর থেকে অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২০পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে ডিএনসির দল। এসময় গ্রেফতার করা হয় মাদক কারবারি মো. সহিদকে। 

গ্রেফতার মাদক কারবারি মো. সহিদ (৩৯) বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের পশ্চিম তেঘরা মহেশপুর এলাকার মৃত নুদু মোহাম্মদের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে টিস্যু ব্যাগের ভেতর থেকে ২২০পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার মাদককারবারি সহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।