সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

প্রতীকী ছবি

ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে সমুদ্রে সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে মোহাম্মদ তারেক (১৫) নামে এক কিশোর। 

সোমবার দুপুর দেড়টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে সে নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিট্রেট মাসুদ রানা। তিনি জানান, ইতোমধ্যে লাইফ গার্ড ও বিচ কর্মীরা খোঁজ নিচ্ছেন এছাড়া পরিবারকেও খবর দেয়া হয়েছে।

নিখোঁজ তারেক কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার মোহাম্মদ জয়নালের ছেলে।

তারেকের বন্ধুদের বরাত দিয়ে সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন, ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসে ৬ বন্ধু। দুপুর একটার দিকে গোসলে নামে কলাতলী পয়েন্টে। দেড়টার দিকে ৫ বন্ধু উঠে এলেও অপর বন্ধু উঠেননি। পরে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিলেনি। 

তিনি আরও জানান, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রাথমিকভাবে তল্লাশি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত তার খোঁজ মিলেনি।