যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

সংগৃহীত

গ্রেফতারি পরোয়ানাভুক্ত রুহুল কুদ্দস খাঁন ওরফে কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দস (৭৩) নামে যুদ্ধাপরাধ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর পুলিশ সুপার (ট্রেনিং) মোছা. শিরিন আক্তার জাহান।

তিনি জানান, বুধবার বিকেলে যশোর জেলার সদর থানাধীন ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে বিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল—১, ঢাকা এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধ মামলায় পলাতক কুদ্দুসকে গ্রেফতার করা হয়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইনে মামলা হয়। ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ আট বছর পর পলাতক থাকা রুহুল কুদ্দস খাঁনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এটিইউ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।