চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রতিকী ছবি

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসমিন বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের এ ঘটনা ঘটে। ইয়াসমিন বেগম ওই গ্রামের মো. নিরব হাওলাদারের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, ইয়াসমিন বেগমের স্বামী অটোচালক। সকালে স্বামীর অটোটি বসতঘরের পাশে চার্জ দেওয়া হচ্ছিল। গৃহবধূ সেটি চার্জ থেকে খোলার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।