ইংল্যান্ডের কোচ হিসেবে যাকে চান মরগ্যান

ইংল্যান্ডের কোচ হিসেবে যাকে চান মরগ্যান

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ডের সাদা বলের হেড কোচের দায়িত্ব ছাড়েন ম্যাথু মট। অস্ট্রেলিয়ান এই কোচের এমন সিদ্ধান্তের পরই আলোচনা শুরু হয়েছে তার পরে কে আসছেন এই পদে? 

ইংলিশদের কোচ হিসেবে অনেকেই নাম বলছেন সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানের। কিন্তু ২০১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার চান, দায়িত্বটা যাক টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাঁধে।

ইংল্যান্ডের কোচ হিসেবে শ্রীলংকার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারার নামও এসেছে। মরগ্যান কেন ম্যাককালামের কথা বললেন? 

তিনি বলেন, ‘ম্যাককালাম এই মুহূর্তে বিশ্ব সেরা কোচদের একজন। গত কয়েক বছর সে ইংলিশ টেস্ট দলটাকে বদলে দিয়েছে। ইসিবির রীতিনীতি সব কিছুই ও জানে। এমন একজন লোক হাতে থাকার পরও রব কি কেন বাইরের দিকে হাত বাড়াচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি, এই দলটার জন্য ম্যাককালামের চেয়ে যোগ্য কেউ হতে পারে না।’

নিজের কথার পেছনে যুক্তিও দিয়েছেন মরগ্যান। তিনি বলেন, ‘আমি আইপিএলে ওর কোচিংয়ে খেলেছি। ও রঙিন পোশাকে দুর্দান্ত কোচ। চিন্তা এবং ক্রিকেট নিয়ে জ্ঞান অনেক গভীর। এমন একজনকে দায়িত্ব না দেয়াটা ইসিবির জন্য বোকামি হবে। ব্রেন্ডন দায়িত্ব নিতে না চাইলে তাকে বোঝাতে হবে। রব কি’কে এখানে বিশেষ দায়িত্ব পালন করতে হবে।’

২০২২ সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাককালাম। তার অধীনে ২৫ টেস্টের ১৭টিতেই জিতেছে ইংলিশরা।