রাবি মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকের পদত্যাগ

রাবি মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকের পদত্যাগ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ও একজন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুকনুজ্জামান।প্রাধ্যক্ষ বলেন, ব্যক্তিগত কারণে প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছি। বিকেল তিনটায় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেই। হলের আবাসিক শিক্ষক ড. সালেহ মোহাম্মদ তোহা পদত্যাগ করেছেন। ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠান থাকবে। পরবর্তী প্রশাসক ও শিক্ষার্থীদের ন্যায়ের সঙ্গে হল পরিচালনার আহ্বান জানান তিনি।এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক মামুন জিয়াদ ও শহিদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলামসহ ছয়জন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।