‘অ্যানিমেল’-এর কারণে ভারতে সহিংসতা হচ্ছে: কঙ্গনা

‘অ্যানিমেল’-এর কারণে ভারতে সহিংসতা হচ্ছে: কঙ্গনা

ছবি: সংগৃহীত

রণবীর কাপুরকে দুচোখে দেখতে পারেন না কঙ্গনা রণৌত। সুযোগ পেলেই কটাক্ষ করেন। কখনও তা মাত্রা ছাড়ায়। এদিকে অ্যানিমেল সিনেমার কারণে অনেকের কথা শুনতে হয়েছে রণবীরকে। ছবিটির ভাঁজে ভাঁজে ভায়োলেন্স— অভিযোগ করেছেওন অনেকে। এবার রণবীরের এ সিনেমা নিয়ে বিষেদগার করলেন কঙ্গনা। 

‘ইমার্জেন্সি’ ছবির প্রচারে রণবীরকে খুঁচিয়ে কঙ্গনা বলেন, ‘দেশজুড়ে যে ভায়োলেন্স হচ্ছে, তার নেপথ্যে রয়েছে অ্যানিমেল-এর মতো ছবি। যেখানে নায়ক রক্তাক্ত, বন্দুক নিয়ে গুলিবর্ষণ করছেন। আর তা দেখেই সিনেমা হলে হাততালি। এই ধরনের ছবি প্রদর্শনের বিরুদ্ধে কোনও আইন নেই। আর অভিনেতাও তেমন, ভায়ালেন্সকে আনন্দ বানিয়ে ফেলেছেন!’

শুধু কঙ্গনা নন। অ্য়ানিমেল ছবিকে নাকচ করেছেন ফারহান আখতার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কখনও এমন ছবি কাউকে দেখার জন্য বলব না। এই ছবি কোনোভাবেই আমাকে আনন্দ দেয় না। মনে হয়েছিল অ্যানিমেল ছবিতে রণবীর যে চরিত্রে অভিনয় করেছিল তা একেবারেই প্রবেলেমেটিক। আমি একজন পরিচালক, চিত্রনাট্যকর হয়েই বলছি এমন ছবি আমি কখনও তৈরি করব না। অন্য কাউকেও এরকম ছবি করতে বলব না।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনার সিনেমা ‘ইমার্জেন্সি’। চলচ্চিত্রটিতে ইন্দিরার রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনি নিজেই রয়েছেন।