উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল

উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল

সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচেতন মারমা এবং ত্রিপুরা সমাজের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন বিক্ষুব্ধরা।

এর আগে জেলা শহরের বৌদ্ধ বিহারের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। তিনি ক্ষমতায় থাকলে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। বঞ্চিত হবে অন্যান্য সম্প্রদায়ের মানুষ।

পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সুপ্রদীপ চাকমার পদত্যাগ দাবি করেন বক্তারা।