তিন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

তিন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

ফাইল ছবি

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল করছে। তারই অংশ হিসেবে তিন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।