ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ১৫ জনের মৃত্যু-

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে  ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১২ জন, নেত্রকোনায় ২ জন ও টাঙ্গাইলের ১ জন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভে  মৃতরা হলো ময়মনসিংহ সদরের ফেরদৌস আলম (৩৫), জরিনা (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), ঈশ্বরগঞ্জ উপজেলার জুলেখা (৮০), মুক্তাগাছা উপজেলার শাহ আলম (৪৫), নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) এবং টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের রোজিনা খাতুন (৬৫), মিতু (১৫), গফরগাঁও উপজেলার বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাট উপজেলার রঞ্জনা রানী (৪০) এবং নেত্রকোনা কেন্দুয়া উপজেলার নার্গিস (৫০) যারা মারা গেছেন  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন, হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪১১ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫ টি নমুনা পরীক্ষায় আরো ১৮৮ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে, শনাক্তের হার ১৭.৮১ শতাংশ,করোনায় এখন পর্যন্ত জেলায় ২০৬জন মারা গেছেন এবং জেলায় মোট ১৭ হাজার ৮৫০জন আক্রান্ত ও  ১২ হাজার ৯৫০ জন সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন।