মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

শত্রুতামূলক আচরণের কারণে মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা প্রতিবেশী দেশ মরক্কোর বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগ আরোপ করেন। মঙ্গলবার আল-জাজিরার পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়েছে।পশ্চিম সাহারা ইস্যুতে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে দীর্ঘ দিন ধরে বৈরিতা রয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা বলেন, আজ থেকে মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। কারণ, মরক্কো কখনো আলজেরিয়ার সাথে শত্রুতামূলক আচরণ বন্ধ করেনি।

মঙ্গলবার থেকে মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলেও দু’দেশের মধ্যেকার দূতাবাসগুলো খোলা রাখা হবে জানিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ প্রতিবেশী আলজেরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন।গত সপ্তাহে আলজেরিয়া বলেছে, মরক্কোর মদদপুষ্ট সন্ত্রসীরা আলজেরিয়ায় মারাত্মক দাবানলের ঘটনা ঘটিয়েছে।

ওই দাবানলের ঘটনায় ১০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। এছাড়া ৯০ বেসামরিক ব্যক্তি ও ৩০ আলজেরিয়ান সেনা ওই দাবানলের ঘটনায় মারা গেছেন।

সূত্র : আল-জাজিরা