ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

ভারতে  ফের বাড়ল দৈনিক সংক্রমণ

ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই প্রায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও যার ব্যতিক্রম হল না। একদিনে লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেসও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৬ হাজার ৭৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশি। এনিয়ে  মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫০৯ জন। এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জন।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে  করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। যার প্রমাণ মিলল শুক্রবার। একদিনে ১ কোটি তিন লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। টুইট করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণে রেকর্ড গড়ে বিশ্ব স্বাস্থ্য সংখ্যারও প্রশংসা কুড়িয়েছে ভারত। এখনও পর্যন্ত দেশে ৬২ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। বে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৬১ হাজার ১১০ টি নমুনা পরীক্ষা হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন