কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে জালাল হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।

বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় নো ম্যান্সলেন্ডে এ ঘটনা ঘটে।

জালাল সীমান্তবর্তী কোদালীয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান জানান, সীমান্ত পিলার ২০৬৫/৭-এর সংলগ্ন এলাকায় বিকেলে একটি ঘটনা ঘটেছে। তবে গুলির বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘জালাল শ্রমিকের কাজ করে। প্রতিদিনের মতো বুধবার শ্রমিক হিসেবে ধান কাটার জন্য সীমান্তবর্তী জামতলা এলাকায় যায়। ধান কাটা শেষে বিকেল সাড়ে ৫টায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নো ম্যান্স লেন্ডে প্রবেশ করে ফেলে। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পেছন থেকে বিএসএফের সদস্যরা গুলি করে।’

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসমাইল হোসেন বলেন, সীমান্তে গুলির ঘটনা শুনেছি, বিজিবির পক্ষ থেকে এখনো কিছু যানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।