শিরোপার আরও কাছে ম্যানসিটি

শিরোপার আরও কাছে ম্যানসিটি

ফাইল ছবি

লিডস ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ম্যানচেস্টার সিটি। নতুন কোচ স্যাম অ্যালার্ডাইসের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামা লিডস গতকাল রাতে সিটিজেনদের কাছে ২-১ গোলে হেরেছে। এ নিয়ে লিগে টানা ১০ ম্যাচ জেতার স্বাদ পেল ম্যানসিটি।  

প্রথমার্ধেই জোড়া গোল করে সিটির জয়ের পথটা মসৃণ করে রেখেছিলেন ইকাই গুন্দোয়ান। ম্যাচের ১৯ ও ২৭তম মিনিটে জার্মান মিডফিল্ডার লক্ষ্যভেদ করেন। দু'টি গোলেই অ্যাসিস্ট রিয়াদ মাহারেজের। তবে ৮৪তম মিনিটে পেনাল্টি মিস করায় হ্যাটট্রিকের দেখা পাননি সিটি অধিনায়ক গুন্দোয়ান। উল্টো ৮৪তম মিনিটে এক গোল শোধ করে দেন লিডসের রদ্রিগো। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।  

এ জয়ে লিগের পয়েন্ট টেবিলে আগের মতোই শীর্ষে রইলো সিটি। তবে মৌসুমে প্রথমবারের মতো আর্সেনালের সঙ্গে পয়েন্টের পার্থক্য চারে নিয়ে গেল তারা। ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৮২; বিপরীতে সমান ম্যাচে গানারদের পয়েন্ট ৭৮। আর লিডস ঝুলে রইলো রেলিগেশন অঞ্চলে পড়ে যাওয়ার শঙ্কায়।