ইতালিতে মৃত্যু ২০হাজার ছাড়াল

ইতালিতে মৃত্যু ২০হাজার ছাড়াল

ছবিঃ সংগ্রহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।আক্রান্ত হচ্ছে একের পর এক দেশ। বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্প্রতি আমেরিকায় করোনা মৃত্যু ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। সোমবার সেই তালিকায় যুক্ত হলো ইতালির নাম। এই মারণ ভাইরাসে সে দেশে আরো ৫৬৬ জনের মৃত্যুর ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০,৪৫৫। এ ছাড়া আরও ৩,১৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯,৫১৬ জন। মঙ্গলবার সকালে ইতালিতে মৃত্যু দাঁড়ায় ২০ হাজার ৪৬৫।