নতুন ৫ সিনেটর পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নতুন ৫ সিনেটর পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে এবার নতুন করে আরো ৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

রবিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১০ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

ওই সিন্ডিকেট সদস্যরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৯(১)(এফ) ধারা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক সিনেটে পাঁচটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হয়। তাছাড়া সিন্ডিকেট মনোনীত পূর্বের সদস্যের মেয়াদ শেষ হওয়ায় এ মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত সিনেটররা হলেন- বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রফেসর (গ্রেড-১) ড. মো. আহসান হাবিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সায়েন্টফিক অফিসার ড. সনজিদা মুস্তাফি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (ফিজিক্যাল সায়েন্স ডিভিশন) প্রিন্সিপাল সায়েন্টফিক অফিসার ড. তানভীর আহমেদ বিমান, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মারিয়া ফেরদৌসী ও বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের (ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সায়েন্সেস) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা।

আগামী ৩ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন- ১৯৭৩ এর ১৯(১) ধারা অনুসারে ৯৩ জন মনোনীত ও নির্বাচিত সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট গঠিত হয়। এর মধ্যে উপাচার্যসহ চারজন এবং সরকার কর্তৃক মনোনীত ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা পদাধিকার বলে নিয়মিত মেয়াদে রয়েছেন। বাকিদের সবার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে।