করোনা কথা বলে

করোনা কথা বলে

ছবিঃ সংগৃহীত

মুস্তাফিজুর রহমান মিলন

করোনা
'বাণী 'নির্ভরতা পরিহার করে
বিজ্ঞান মনস্কতার কথা বলে।
করোনা
বিজ্ঞান সম্মত জীবন যাপনের কথা বলে।
করোনা
জড়াজড়ি না করে পথ চলার কথা বলে।
করোনা
পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলে।
করোনা
যত্রতত্র কফ- থুথু না ফেলার কথা বলে।
করোনা
হাচি -কাশির সংস্কৃতির কথা বলে।
করোনা
দূষণ মুক্ত পরিবেশের কথা বলে।
করোনা
প্রকৃতিকে ধ্বংস না করার কথা বলে।
করোনা
প্রকৃতির সাথে মিলে মিশে বসবাসের কথা বলে।
করোনা
শোষণ-বৈশম্য মুক্ত প্রথিবীর কথা বলে।
করোনা
খাদ্য-স্বাস্থ্য সুরক্ষার কথা বলে।
করোনা
সম বন্টনের কথা বলে।
করোনা
পুঁজিবাদের নিষ্ঠুরতার কথা বলে।
করোনা
পুঁজিবাদী ব্যবস্থা ভেঙে ফেলার কথা বলে।
করোনা
চিত্তে-বিত্তে দম্ভ না করার কথা বলে।
করোনা
নূতন করে বিজ্ঞান চর্চার কথা বলে।

 সংগৃহীত