মীর মশাররফ হোসেনের ১১২তম মৃত্যুবার্ষিকী পালিত

মীর মশাররফ হোসেনের ১১২তম মৃত্যুবার্ষিকী পালিত

ফাইল ছবি।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অমর দিকপাল কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীরের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেঙ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মীরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমীর আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।