জয়পুরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

জয়পুরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

সংগৃহীত

নির্বাচন পরবর্তী সহিংসতায় জয়পুরহাটের কালাইয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী কাঁচির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মাত্রাই বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট- ২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি নৌকা ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর কাঁচি মার্কা প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নেতৃত্ব দেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পক্ষে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও স্বতন্ত্র প্রার্থী কাচি মার্কা প্রতীক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের পক্ষে মাত্রাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লজিক। 

স্বতন্ত্র প্রার্থীর কর্মী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাত্রাই ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক বলেন, নৌকার কর্মীরা সবাই মিলে আমাদের পাঁচজন কর্মীকে বেদম মারপিট করে গুরুতর জখম করেছে। 

নৌকার কর্মী কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, নৌকার কর্মীকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হাঁসুয়ার কোপ মেরে জখম করেছে। ওরা সবাই মিলে পরিকল্পিতভাবে এ কাজ করেছে। 

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহতের বিষয় নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।