কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের মা-দুই সন্তানের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের মা-দুই সন্তানের মৃত্যু

সংগৃহীত

ভারী বর্ষণে কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার দিকে ঝিলংজার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি আকতার (২৫) এবং তার দুই শিশু কন্যা ময়না আকতার (৭) ও মায়া আকতার (২)।

নিহতের স্বজনেরা জানান, ভারী বর্ষণের কারণে গভীর রাতে মিজানের বাড়ির ওপর   পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও তার স্ত্রী ও দুই সন্তান মাটি চাপা পড়ে। পরে দমকল বাহিনীর সহযোগিতায় তাদের মরদেহ বের করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার দোলন আচার্য বাংলানিউজকে বলেন,মা মেয়ে তিনজনের মরদেহ বের করে আনা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড।