গাজায় তিন ইসরায়েলি মেজর নিহত

গাজায় তিন ইসরায়েলি মেজর নিহত

সংগৃহীত ছবি

উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘাতে ইসরায়েলি বাহিনীর অন্তত তিন সামরিক মেজর নিহত হয়েছেন। প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে বাধা দিলে এই সংঘাত শুরু হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নিহতরা তাদের রিজার্ভ বাহিনীর কর্মকর্তা। 

হিব্রু ভাষার একটি সংবাদপত্রে জানানো হয়েছে, জাবালিয়ায় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে এই তিন সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছে। 

২০২৩ সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ইসরায়েলের ৭৩৪ সেনার প্রাণ গেছে। আহত হয়েছে প্রায় পাঁচ হাজার সেনা। 

যদিও হামাসের দাবি ইসরায়েলি সেনাদের ক্ষতির পরিমাণ আরও বেশি। তেল আববি হতাহতের সঠিক পরিমাণ প্রকাশ্যে আনছে না।