ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না কুয়েত

ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না কুয়েত

ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না কুয়েত

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তাদের অস্বীকৃতি পুনর্ব্যক্ত করেছেন। কুয়েত ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না জানিয়ে তিনি বলেছেন, ‘যদি না আন্তর্জাতিক রেজোলিউশনের সাথে সামঞ্জস্য রেখে একটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।’রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ ও মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে বিদেশে কুয়েতের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব।তিনি বলেন, ‘কোনো অস্পষ্টতা ছাড়াই ফিলিস্তিন ইস্যুটি আমাদের প্রথম ইস্যু। কুয়েত কখনোই পথ থেকে বিচ্যুত হয়নি।’

গাজায় ইসরাইলের হামলা সম্পর্কে তিনি বলেন, ‘গাজার বিরুদ্ধে ইসরাইল যে যুদ্ধ চালিয়েছে তা প্রতিশোধমূলক, প্রতিরক্ষামূলক নয়।’কুয়েতের শীর্ষ কূটনীতিক গাজায় অবিলম্বে শত্রুতা বন্ধ করার, অবরুদ্ধ ছিটমহলকে সহায়তা প্রদান এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
সূত্র : দ্য সিয়াসাত ডেইলি