অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সের বাধ্যবাধকতা

অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সের বাধ্যবাধকতা

ছবিঃ সংগৃহিত।

১৬ বছরের কম বয়সিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। 

এ বিষয়ে শিগগিরই বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হবে। খবর এএফপি।

আলবেনিজ বলেন, ‘শিশুদের ডিভাইস থেকে সরিয়ে খেলাতে মাঠে পাঠাতে চাই। এ জন্য চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইন করা হবে।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম যেমন-ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের ব্যবহারের বয়সসীমা কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে এটি ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।